''সুমন কেহেরমানের কার্যাবলীঃ
শাহীন আখতার নাম্নী জনৈক লেখকের সহিত সুমন রহমানের হৃদয় ঘটিত বিষয় থাকাতে তাহারা যৌথভাবে কাজ
করিতে উদ্যোগি হয়।যাহার ফল স্বরুপ তাহারা ‘সতী ও স্বতন্তরা’ নামক গ্রন্থখানি ‘একশন এইড’ হইতে সম্পাদনার সুযোগ
লাভ করে। হৃদয়ের প্রাবল্যে সুমন সম্পাদক হিসাবে শাহিনের আধিপত্য মানিয়া লয়।কিন্তু ঝামেলা বাঁধিয়া যায় শাহীন,জাহিদুর
রহিম অঞ্জনকে বিবাহ করায়। দিলে চোট পাইয়া সুমন বখরা লইয়া বাড়াবাড়ি শুরু করে।পনের লক্ষ টাকার সাত লক্ষ সে দাবি করিলে শাহীন বাঁকিয়া বসে। উক্ত টাকায় শাহীন স্বস্বামী কোলকাতায় হানিমুন করিতে গেলে, সুমন উন্মাদগ্রস্ত হইয়া শাহীনের নামে যাতা বলিয়া মেইল পাঠায়। সুমনের এহেন কাজ-কর্মে শাহীনের স্বামী ক্ষেপিয়া যাইয়া প্রকাশ্য দিবালোকে আজিজ
সুপার মার্কেটে সুমনকে বেদম প্রহার করে।
সুমন কেহেরমান, আপনাকে আপনার নিজ কর্ম স্মরণ করাইয়া দিলাম।''
কেহেরমান যাতা খুশি করতে পারে। তাতে কার কি? সে কোন ভীন্নমত পসন্দ করে না। এইটা যিনি আমাকে অপমান করতে পাঠাইছেন, তাতে আমার কিছুই যায় আসে নাই। তার নিজেরই অপমান হইসে। মান-অপমান বইলা কোন ব্যাপার সুমন কেহেরমানের নাই। হুম। দাড়ান, শামসেত তাবরেজজীরে পাঠাইতেছি।
Updated on Sunday · Comment · LikeUnlike
You, Alif Dewan, Jahir Ahmed and Kalo Kali Das like this.
Alif Dewan, Jahir Ahmed and Kalo Kali Das like this.
Jahir Ahmed
Jahir Ahmed at 1:37pm April 26
ei sumon e ki vdo sumon name porichito?
Muzib Mehdy
Muzib Mehdy at 2:12pm April 26
আমার জানামতে শাহীন আখতারের সঙ্গে সুমন রহমানের কোনো হৃদয়ঘটিত ব্যাপার ছিল না। অ্যাকশনএইডের কাজটি করতে গিয়ে তাঁদের মধ্যে একটা সমস্যা হয়, যেজন্য সুমন রহমান তাঁর শ্রমের বিপরীতে কোনো অর্থমূল্যই পান নি বরং আজিজ মার্কেটে জনসমক্ষে অঞ্জন ভাইয়ের দ্বারা অপদস্থ হন। শুনেছি ওই প্রকল্পের প্রস্তাবনাটি নাকি সুমন রহমানই লিখেছিলেন।
কিন্তু এসব কথা এভাবে ফলাও করে প্রচারের কী দরকার? মেইলটাই বা কার থেকে পেলেন সুমন কেহেরমান?
Alif Dewan
Alif Dewan at 4:21pm April 26
আমার পিয় বাথিজা ফেসিবাদ সুমন রহমান উর্পে দীন মহাম্মদের গাই হাথ তুলিচে কুন সে ভদমাইশ অনঝম? বাথিজারা তুরা এই অমঝমের টিখানা কাগুকে দে, কাগু যাই তারে ফিডি সুজা করিভেক!!!
Dobar Bang
Dobar Bang at 6:29pm April 26
ফেছিবাদি সুমন রহমান, আর কত স্বমেহন করবি?
Wednesday, April 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment